স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্র অধিনে বিল মাহমুদপুর এলাকার রাজবাড়ী-ভাঙ্গা রেল পথে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম লুৎফুন্নেসা নেসা (৬৮)। তিনি ফরিদপুরের সদরের বিলমামুদপুর নতুন ডাঙ্গী গ্রামের আয়নাল শেখের স্ত্রী। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ওই বৃদ্ধা রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনটি ভাঙ্গা যাওয়ার পথে ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রেল লাইনের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ফরিদপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, রাজবাড়ী এক্সপ্রেস নামের ওই ট্রেনটি ফরিদপুর থেকে ভাঙ্গার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, কোতয়ালী থানার র্লিশ মৃতদেহটি উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি বলেন, এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা রাজবাড়ী রেলওয়ে থানা গ্রহণ করবে।
Leave a Reply