শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালীতে বাড়ীর চাপকলের পানি পান করে কৃষি শ্রমিকসহ বাড়ীর ১০জন অচেতন হয়ে পড়েছেন।
২১ মার্চ রোবাবার পারিবারিক ও হাসপাতাল সুত্রে জানা গেছে মধুখালী পৌরসভার গোপালপুর গ্রামের অরুনের বাড়ীতে সকাল সাড়ে ১০ টার দিকে খাবার খেয়ে বাড়ীর চাপকলের পানি পান করে অল্প সময়ের মধ্যে সবাই অচেতন হয়ে পড়েন। বাড়ী কৃষি শ্রমিকরা সকালের খাবার কেয়ে মাঠে গেলেই সবাই অচেত হয়ে পড়েন। অচেন সবাইকে মধুখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই চিকিৎসাধীন আছেন।
অচেতন রোগীরা হলেন বক্কার ফকির(৫৫), মোঃ কবির মিয়া(৩৬) সিদ্দিক(৪৬), বাবলু (২৫), অমিত (২০), অরুন (৬৫), অনন্যা (৭) সুইটি (১৮), হারুন (৩৫), কবিতা (৪৫),অভি (১০)।
অচেতন রোগীদের বিষয়ে মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন ২৪ ঘন্টা না গেলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। ২৪ ঘন্টা পার হলেই কিছু বলা যাবে ।
Leave a Reply