মনির মোল্যা, সালথা : ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেছেন, স্কাউটস একটি নাম নয় এটি একটি আন্দোলন। ১৯০৮ সালে রবার্ট বেডেন পাওয়েল একটি আন্দোলনের মাধ্যমে এখন কিন্তু বিশাল বাহিনী হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে পৃথিবীতে ৪০মিনিয়ন স্কাউটস কর্মী রয়েছেন তার মধ্যে বাংলাদেশে ১৬ লক্ষ স্কাউটস কর্মী রয়েছেন। হিসেবে পৃথিবীর মধ্যে ৫ম স্থানে রয়েছে বাংলাদেশ। তিনি আরও বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, স্মার্ট ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে।
স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে। তিনি আরো বলেন সালথা উপজেলায় শিক্ষার মান বাড়াতে হবে। আর শিক্ষার মান বাড়াতে হলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে আপনারা যারা শিক্ষক আছেন তাদেরকেই। শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন ধরনের প্রয়োজনের সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি। টাকার অভাবে কোন শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না। টাকার অভাবে যারা লেখাপড়া করতে পারছেন না তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে ফরিদপুরের জেলা প্রশাসক।
বৃহস্পতিবার বেলা ১২ টায় ফরিদপুরের সালথা উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলাম এল. টি, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ওসি মোঃ শেখ সাদিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা স্কাউটসের সম্পাদক খায়রুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিরাজ আলী প্রমুখ। সালথা উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিলে উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন সাহিনকে সভাপতি ও সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল কাদের মিয়াকে সম্পাদক ঘোষনা করা হয়।
Leave a Reply