স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ১৩৮ নং চরনশীপুর মৌজার এসএ ২০৮ খতিয়ানে ৩৫২০ নং দাগে পশ্চিম তরফের ১৩২ শতাংশ জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এ সংক্রান্ত বিজ্ঞ আদালতে নালিসী মোকদ্দমাসহ সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। ফরিদপুর কোতয়ালী থানা সি.আর মামলা নং ১৫৩/২০২২। বাদী মোঃ আতিয়ার শেখ (৫৮) সাং- ইজা দূর্গাপুর, ফরিদপুর সদর, ফরিদপুর।
গত ১৩ ফেব্রæয়ারি অভিযোগ দায়ের করেন। অন্যদিকে আতিয়ার শেখের ভাই ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাসিন্দা মাজেদুর রহমানও একই সংক্রান্ত বিষয়ে পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেন ফরিদপুর কোতয়ালী থানায়। গত ২৬ জুলাই মামলা নং-৮৩ এই অভিযোগে আক্কাছ শেখ (৪০) নামে এক ব্যক্তি আটক হয়। বুধবার আব্দুর রাজ্জাক মোল্লা গং এর বাড়ীতে হামলা হয় এমন অভিযোগের প্রেক্ষিতে মোঃ আতিয়ার শেখকে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ আটক করে।
আটক বিষয়ে মাজেদুর রহমান বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ নিজেরাই হামলা ভাংচুরের ঘটনা সাজিয়ে আমাদেরকে হেনোস্তা করার চেষ্টা করছে। এ বিষয়ে আব্দুর রাজ্জাক মোল্লার ০১৭৩০-৯৬৮৩২৭ মুঠো ফোনে জানার জন্য কল করলে তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। ফরিদপুর কোতয়ালী থানার এএসআই খোরশেদ মুঠো ফোনে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযান করে আতিয়ার শেখকে আটক করেছে আমরা স্যারের সাথে ছিলাম।
Leave a Reply