স্টাফ রিপোর্টার : আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ফরিদপুরের মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে কম গতির অনুমোদনহীন ত্রি-চক্র যান। পরিবহন চালকদের দাবী এসব ত্রি-চক্র যানের চালকরা কোনো ধরনের আইন কানুন না জানায় প্রায়শ ঘটছে দূর্ঘটনা। আর হাইওয়ে পুলিশ বলছে আইনের প্রয়োগ করেও মহাসড়কে এসব ত্রি-চক্র যানের চলাচল থামানো যাচ্ছে না। জানা গেছে, গত ১৬ এপ্রিল ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর এলাকার দিকনগরে ইউনিক পরিবহনের একটি বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় নারী ও শিশুসহ ১৫ জন।
এ দূর্ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টের উঠে আসা চারটি কারণের মধ্যে মহাসড়কে ত্রি-চক্র যানের বেপরোয়া চলাচলকে দায়ী করা হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিটি মহাসড়কে মাহেন্দ্র, অটো, ইঞ্চিন চালিত ভ্যান, রিক্সা ও নসিমনসহ নানা ধরনের ত্রি-চক্র যানের বেপরোয়া চলাচল বিশৃঙ্খল করে তুলেছে মহাসড়ককে। দ্রæত গতির গাড়ীর সাথে পাল্লা দিলে চালানোর মনোভাব এদের মধ্যে। ইচ্ছামত মহাসড়কের উপর দাড়িয়ে যাত্রী ওঠা নামা করানো সহ নানা ভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে এই বাহনগুলো।
পরিবহনের কয়েকজন চালকের দাবী, এসব ত্রি-চক্র যানের চালকরা আইন কানুন না জানায় এলোমেলোভাবে গাড়ী চালানোয় এবং কম গতি সম্পন্ন হওয়ায় গাড়ী পরিচালনায় ভুল সিদ্ধান্ত নেয়ায় প্রায়শ ঘটছে দূর্ঘটনা। আর স্থানীয়রা মনে করেন, এসব দূর্ঘটনার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে এসব ত্রি-চক্র যানের একাধিক চালকের দাবী পেটের দায়েই তারা মহাসড়কে এসব যান চালান।
ছয় মাসে ৪৯ দূর্ঘটনায় মৃত্যু ৫৫ : ফরিদপুরে দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-চক্র যান
কানাইপুর, মাঝকান্দিসহ আশে পাশের এলাকা থেকে শহরে আসার বিকল্প কোনো সড়ক না থাকায় তারা মহাসড়কের চলাচল করতে বাধ্য হচ্ছেন। তারা মনে করেন, মহাসড়কের পাশে কম গতির পরিবহন চলাচলে সার্ভিস রোড থাকলে তাদেরকে মহাসড়কে চলাচল করতে হতো না। আর হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশের তথ্য মতে, ফরিদপুর জেলা একশ ৪২ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এসব সড়কে গত বছরের ০১ অক্টোবর থেকে ১৭ এপ্রিল’ ২০২৪ পর্যন্ত ৪৯টি দূর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি হয়েছে ৫৫ জনের। হাইওয়ে মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন কিন্তু মামলা দিয়েও হাইওয়েতে ত্রি-চক্র যানের চলাচল বন্ধ করা যাচ্ছে না। তিনি মনে করেন, সার্ভিস লেন তৈরিসহ এবং জন সচেতনতাই পারে এ সমস্যার সমাধান করতে।
ছয় মাসে ৪৯ দূর্ঘটনায় মৃত্যু ৫৫ : ফরিদপুরে দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-চক্র যান
Leave a Reply