শাহজাহান হেলাল,মধুখালী : বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পকরপোরেশনের(বিএসএফআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব (গ্রেড-১) মোঃ আরিফুর রহমান অপু সোমবার মধুখালীতে অবস্থিত ফরিদপুরচিনিকলের বিভিন œ ইউনিটের আখচাষীর জমিতে আখরোপন কার্যক্রমে অংশগ্রহণ ও মতবিনিময় সভা এবং চিনিকল রক্ষনাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন। ৩ অক্টোবর সোমবার সকালে কোষাগোপালপুর কেন্দ্রে হাজি মকবুল হাসেনের জমিতে এবং বেলা ১২ টায় ১ নং ইউনিটের ওমর ফারুক এর জমিতে আখরোপন কার্যক্রমে অংশ গ্রহণ পরবর্তী আখচাষী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিতহন। পরে চিনিকলের কারখানা বিভাগ পরিদর্শন করে চিনিকলের কর্মকর্তা,শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের(বিএসএফআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব(গ্রেড-১) মোঃ আরিফুর রহমান অপু। এ সময় বিএসএফআইসি’র সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার,উপব্যবস্থাপক (সমন্ময়) মোঃ নুরুল করিম,চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আল ীবিশ^াস, সাধারন সম্পাদক কাজল বসু, চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) মোঃ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক(অর্থ) খোঃ আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(কারখানা)সহচিনিকলের কর্মকর্তা ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পকরপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব(গ্রেড-১) মোঃ আরিফুর রহমান অপু বলেন,বর্তমান সরকার চিনিশিল্পটি কিয়েরাখতে বদ্ধ পরিকর। কিভাবে চিনিশিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা যায় সে বিষয়ে কাজ চলছে। ফরিদপুর চিনিকলটি জাতির জনক বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় তৈরী। এ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আখচাষ বৃদ্ধি করতেহবে। আমি আখের টাকার পরিশোধের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথাবলেছি, আখমিলে সরবরাহের পরই যাতে করে আখের টাকা চাষীরা পেতেপারে সে লক্ষ্যে কাজ চলছে,আশা করি সফল হব।
Leave a Reply