মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) :
সংযুক্ত ফরিদপুরের চরভদ্রাসনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৯৬তম শাখার উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে ব্যাংকটির সিএসআর কর্মসূচীর অংশ হিসেবে গালর্স স্কুল রোডের আলতাফ ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক কার্যালয়ে এতিম, গরিব ও স্থানীয় হত-দরিদ্র ২০০ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। ব্যাংকটির শাখা ব্যাবস্থাপক কামরুজ্জামান স্বপন এর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবন মালিক ও রড,সিমেন্ট ব্যবসায়ী মালিক মো. আলতাফ হোসেন, চরভদ্রাসন হাট/বাজার বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মো. শহিদ মোল্যা, টিন ব্যবসায়ী মো. সামসুদ্দিন মোল্যা, ইঞ্জিনিয়ার (অবঃ) মো. হাবিবুল্লাহ্ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ। জানাযায়, ঐদিন উপজেলার সদর ইউনিয়নের এমকে ডাঙ্গী মাদ্রাসা ও এতিখানা এবং উপজেলার গরিব, হত-দরিদ্র দুইশত শীতার্তদের প্রত্যেকের মাঝে একটি করে মোট ২০০টি শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
Leave a Reply