চরভদ্রাসন প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।
এসময় ” বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এ মুল প্রতিপাদ্য বিষয় নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলভীর হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার প্রশিক্ষিত ৬ জন নারীর মাঝে একটি করে বিনামূল্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply