স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে দশ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে ওই দুই ব্যাক্তিকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বোয়লামারী থানায়। গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার সাতৈর রেলক্রোসিংয়ের উত্তর পাশে মাঝকান্দি-ভাটিয়পাড়া আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান চালিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে দশ কেজি গাঁজাসহ ওই দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যাক্তি হলেন, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মো. আনিচুর রহমান (৩৯) ও মঞ্জু আমিনুর ফকির (২৫)। বুধবার (১৩.০৯.২৩) সকালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম বাদী হয়ে বোয়ালমারী থানায় এ মামলাটি দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো ব ১২-১৯৭৩) পরিবহনের বাসে অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে গাঁজাসহ গ্রেপ্তার করে।
তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে উভয়ের নিকট থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, জেলা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক কারবারীদের আটক করে। দুপুরে ওই দুই ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ মামলার তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে।
Leave a Reply