শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে ওয়ার্কার্স পাটির নেতা কমরেড সুনীল রায়ের মৃত্যুতে শোক প্রস্তুতি কমিটির আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট রোবাবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারন সম্পাদক কমরেড আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে উপজেলা যুবমৈত্রীর সাধারন সম্পাদক মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় বৈশাখী মেলার মাঠে মধুখালী শিশুএকাডেমী চত্বরে অনুষ্ঠিত শোক সভায় কমরেড সুনীল রায়ের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় নেতা মনোজ সাহা,মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.আলীউজ্জামান খোকন, মির্জ্জা গোলাম ফারুক,মোঃ মজিবুর রহমান মন্টু,মোঃ সিরাজুল ইসলাম,আব্দুল হাই বাশি,সুভাষ রায়, আনন্দ কুমার সরকার,অশোক কুমার পোদ্দার,আঃ হাকিম শেখ, লিয়াকত হোসেন শেখ, ্আব্দুল জলিল শেখ,ধীরেন্দ্র নাথ রায় ও মেহেরাব হোসেন উজ্জল শেখ প্রমুখ।
Leave a Reply