স্টাফ রিপোর্টার :
দেশের একমাত্র এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রনে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশের মাদারীপুর জোন। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে বুধবার পর্যন্ত। অতিরিক্ত গতিতে যানবাহন চালনার অভিযোগে দুই দিনে মোট তিনশ ৪৩ টি মামলা রুজু করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে, প্রতি টিমে ১০ জন পুলিশ সদস্যকে অন্তর্ভুক্ত করে চারটি টিম গঠন করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়কে উভয় প্রান্তে দুটি করে মোট চারটি টিম প্রতিদিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করছে। টিমগুলোর কার্যক্রম সার্বিকভাবে তদারকি করছেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। কার্যালয় সুত্রে আরো জানা গেছে প্রথম দিন সোমবার একশ ৯৬টি মামলা দায়ের করা হয়েছে এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ১৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মো. মাহবুবুল আলম জানান, এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে চালকদের সচেতন করা হচ্ছে অপরদিকে আইন ভঙ্গ করে কেউ অতি গতিতে গাড়ী চালালে তাকে মামলা দিয়ে শাস্তির আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, এই অভিযান বেশ ফলদায়ক হয়েছে, দুই দিনের অভিযানেই সড়কে শৃঙ্খলা ফিরেছে। এই অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অধিকাংশ চালকই স্বাভাবিক গতিতেই গাড়ী চালাচ্ছেন। যার ফলশ্রুতিতে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে মামলার সংখ্যা কম হওয়াই বলে দেয় এ অভিযান ফলদায়ক হয়েছে। তিনি জানান, বেশীরভাগ দূর্ঘটনা অতিরিক্ত গতির কারণেই ঘটে থাকে, তাই গতি নিয়ন্ত্রনে রাখতে আগামীতেও তৎপর থাকবে হাইওয়ে পুলিশ। #
Leave a Reply