1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
একযোগে ফরিদপুর চিনিকলের ৪০ কেন্দ্রে আখ রোপন
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

একযোগে ফরিদপুর চিনিকলের ৪০ কেন্দ্রে আখ রোপন

  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৫ জন পঠিত
একযোগে ফরিদপুর চিনিকলের ৪০ কেন্দ্রে আখ রোপন
একযোগে ফরিদপুর চিনিকলের ৪০ কেন্দ্রে আখ রোপন

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বঙ্গবন্ধুর দ্বারা প্রতিষ্ঠিত ফরিদপুর চিনিকলের ৭টি সাবজোনের ৪০ টি আখ কেন্দ্রে একযোগে ২০২২-২০২৩ আখ রোপন মৌসুম উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টায় চিনিকলের মেগচামী কেন্দ্রে ও সকাল ১০টায় ১১ নং ইউনিটের বনমালিদিয়ায় মো.দাউদ হোসেনের জমিতে রোপনমৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান(সিপিই) কৃষিবিদ দিলীপ কুমার সরকার।

এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরী,চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ^াস, সাধারন সম্পাদক কাজল বসু, চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) কৃষিবিদ মুহাম্মদ আনিস উজ্জামান,আখচাষী কল্যান সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান,সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু,সহসভাপতি মির্জা মুরাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার,বিশিষ্ট আখচাষী ইমদাদুল হক লেলিনসহ চিনিকলের সিআইসি,সিডিএ,আখচাষীবৃন্দ উপস্থিত ছিলেন। চিনিকল সুত্রে জানা যায়, ২০২২-২০২৩ আখ রোপন মৌসুমে ৫ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সদর দপ্তরের প্রধান (সিপিই) কৃষিবিদ দিলীপ কুমার সরকার জানান,বর্তমান সরকার চিনিকলগুলো টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর তবে এর প্রধান কাঁচামাল আখচাষ বৃদ্ধি করতে হবে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা জানান সরকার আখের মূল্য বৃদ্ধি করায় আখচাষীদের মাঝে আখরোপন বৃদ্ধির গতি সঞ্চার হচ্ছে। আশা করি চলতি রোপন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম বলেন, এ অঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের কারনে এ অঞ্চল অর্থনৈতিক ভাবে অনেকটা স্বাবলম্বী। আমরা আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখব। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত চিনিকল টিকিয়ে রাখতে এই এলাকার জনগন,রাজনৈতিক,সামাজিকনেতৃবৃন্দ,চিনিকলের শ্রমিক,কর্মচারী, কর্মকর্তা সকলের সহযোগিতায় চিনিকলটির মাড়াই কার্যক্রম অব্যাহত আছে। আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখার সকল প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি ফরিদপুর চিনিকলের আওতায়

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION