স্টাফ রিপোর্টার : ফরিদপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গাফফার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ইভটিজিং বিষয়ে কেউ বিন্দু মাত্র অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে সকলকে সতর্ক করেন। বিদ্যালয়ের প্রত্যেকে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুললে পরিবারের সুখ-শান্তি আসবে। শিক্ষার্থীদের খারাপ দিক দিক গুলো বর্জন করতে হবে বলে জানান। তিনি ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং যশোর উলাশী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশ এর আয়োজনে,(৩১ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক তথ্য সম্পর্কে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে উত্তরনের জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরী, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে এই সমস্যা গুলো দূরকরা সম্ভব হবে। তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ছেলে-মেয়েদের প্রতি যতœবান হতে হবে প্রত্যেকটি শিক্ষক ও অভিভাবকদের। প্রত্যেক পিতা-মাতাদের খেয়াল রাখতে হবে নিজের সন্তানটি কথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মেলামেশা ও খেলাধুলা করছে। আপনার সন্তানটির বিপদ হলে এর চেয়ে কষ্টের অন্য কিছু হতে পারে না। হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন দাশ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইলিয়াস মোল্লা, দৈনিক নাগরিক সংবাদ জেলা প্রতিনিধি নিরঞ্জন মিত্র (নিরু), জেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি মনোয়ারা বেগম, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরী বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম। এসময় অনুষ্ঠানে সহকারী শিক্ষক প্রণব কুমার দাশ, আবওয়া, শিক্ষক বিরেন্দ্র নাথ মজুমদার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, অফিস সহকারী অব্দুল খালেক মৃধা সহ সদর উপজেলার সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply