স্টাফ রিপোর্টার : ফরিদপুরে সরকারের বেধে দেওয়া দামে পণ্য বিক্রির জন্য আলু, ডিম ও পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের হেলিপোর্ট বাজার ও হাজী শরীয়তুল্লা বাজারে এ অভিযান চালনো হয়।
অভিযানকালে কেনার ভাউচার মূল্য ও তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স দিশারী ট্রেডার্সকে দুই হাজার, আলুর দাম বেশি নেয়ায় মেসার্স হাওলাদার ট্রেডার্সকে দুই হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ঘোষের হোটেলকে দুই হাজার টাকাসহ ওই তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
সোহেল শেখ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। তিনি বলেন, অভিযানকালে বাজারের বিভিন্ন পণ্যের মূল্য তদারকি করা হয়। তিনি বলেন, বাজারে ডিম সরকার নির্ধারিত দামেই বিক্রি হলেও আজ আলু ৪২-৪৩ টাকা দরে বিক্রি হচ্ছে। পাকা ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও কয়েকটি দোকানে পাকা ভাউচার ও মূল্য তালিকা হালনাগাদ পাওয়া যায়নি। আলুর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ছিল।
Leave a Reply