আলফাডাঙ্গা প্রতিনিধি :
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আওয়ামীলীগ।
গত ২৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা সরকারি বাস ভবনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
ঘোষনা অনুযায়ী আলফাডাঙ্গা পৌরসভায় আ’লীগের প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান পৌর মেয়র মো. সাইফুর রহমান সাইফার, ১নং বুড়াইচ ইউনিয়নে উপজেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান, ২নং গোপালপুর ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হাসান এবং ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নে সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের ১ নং কার্যকরী সদস্য ও জেলা কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক সোহারাব হোসেন বুলবুলকে নৌকা প্রতিকের প্রার্থী ঘোষনা করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগাশী ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত।
উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ বলেন, ইভিএম এ পৌর ও ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পৌর সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং সকল ইউনিয়ন ভোট কেন্দ্র সিসি ক্যামেরা থাকবে না। ভোট গ্রহণ সকাল ৮.৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত চলবে। আলফাডাঙ্গা পৌরসভা ভোটার পুরুষ ৬৮৮৬, মহিলা ৬৯৬৩, মোট ভোটার ১৩৮৪৯।
১নং বুড়াইচ ইউনিয়ন ভোটার সংখ্যা পুরুষ ৮৩২৫, মহিলা ৭৯৪৬, মোট ভোটার ১৬২৭১। ২নং গোপালপুর ইউনিয়ন ভোটার পুরুষ ৬৯১১, মহিলা ৬৯৩৭, মোট ভোটার ১৩৮৪৮। ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন ভোটার পুরুষ ৩৫১৮, মহিলা ৩৩৮৪ মোট ভোটার ৬৯০২। এবং ৩ ইউনিয়নে (বুড়াইচ, গোপালপুর, আলফাডাঙ্গা) মোট ভোটার পুরুষ ১৮৭৫৪, মহিলা ১৮২৬৭ মোট ভোটার ৩৭০২১। #
Leave a Reply