1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিকান্ড - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিকান্ড

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৭১ জন পঠিত
আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিকান্ড
আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন ওরফে নবাব (৭১) এর পাকা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও দমকল বাহিনী সুত্রে জানা গেছে, ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলন না।

পাশের বাড়ির জাহাঙ্গীর শিকদারের স্ত্রী ঘরের বাইরে এসে প্রথমে এ আগুন দেখেন। তিনি আগুন জ্বলছে দেখে চিৎকার করেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। খবর পেয়ে বোয়ালমারী দিমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সমস্ত মালামাল, আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বাড়িতে না থাকায় ও হাফিজ উদ্দিনের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার বলেন, পাশ্ববর্তী থানা আলফাডাঙ্গায় অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে নিরুপণ করে পরে জানা সম্ভব হবে। গোপালপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো.সাইফুল খান বলেন, ওই মুক্তিযোদ্ধা পরিবার গ্রামের বাড়িতে থাকেন না। তারা আলফাডাঙ্গা সদরে একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি বলেন, এ আগুনে ঘরের তেমন ক্ষতি হয়নি তবে ঘরের ভেতরে খাট, চেয়ার-টেবিলসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে।

জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ বলেন, স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে এমন রহস্যজনক আগুন দেখতে ভাল দেখায় না। এটা দূর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও নাশকতার পরিকল্পনা আছে এটা অবশ্যই সংশ্লিষ্টদের খুঁজে বের করতে হবে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাবিল হোসেন বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দমকল বাহিনী প্রাথমিকভাবে তাদের জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবুও আমরা এর পেছনে অন্য কোন উদ্দেশ্য কিংবা নাশকতার ঘটনা আছে কিনা খতিয়ে দেখব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION