স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার দুপুরে ২ টা ৪৪ মিনিটে সভাস্থল ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আসেন। তিনি ৩টা ৩ মিনিটে বক্তব্য শুরু করেন। প্রধানমন্ত্রীর ২৬ মিনিটের বক্তব্য শেষ হল বিকেল ৩ টা ২৯ মিনিটে। প্রধানমন্ত্রী আসার পর সভার সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ছাড়া বক্তব্য দেওয়ার সুযোগ পান একমাত্র কাজী জাফর উল্যাহ। কাজী জাফর উল্যাহ ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর কাছে।
২০১৮ সালের নির্বাচনে পর নিক্সন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য হন। বক্তব্য রাখতে গিয়ে কাজী জাফর উল্যাহ বলেন, আমরা অতীতে অনেক সরকার দেখেছি। সামরিক সরকার দেখেছি, খালেদা জিয়ার সরকার দেখেছি। তবে শেখ হাসিনার মতো দেশের উন্নয়ন আর কেউ করতে পারেন নি। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে শামীম হক বলেন, আগামী নির্বাচনে পদ্মা নদীর এপার যত আসন আছে সব আসনে আওামী লীগের মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে। তিনি বলেন, আগামী নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবেন।
শামীম হক বলেন, নেত্রী যাকে মনোনয়ন দেবেন নৌকার পক্ষে আমরা নিজেদের মধ্যেকার সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করবো। আগামীতে আমাদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি থাকবে না। প্রধানমন্ত্রী জনসভা স্থলে আসার আগে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান আব্দুর রহমান যখন বক্তব্য রাখছিলেন ওই সময় জনসভা স্থলের একাংশ “নিক্সন”, “নিক্সন” বলে শ্লোগান দেওয়া শুরু করেন। এ সময় আব্দুর রহমান শ্লোগান প্রদানকারীদের উদ্দেশ্য বলেন, “আপনারা যদি নিক্সনের ভালো চান তাহলে আর একটি শ্লোগান দেবেন না। শ্লোগান দিয়ে নিক্সনকে শেষ করে দিয়েন না”।
আব্দুর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনাকে রক্ষা করতে হলে আর একবার মুক্তিযুদ্ধ করবেন কিনা দুই হাত উঁচু করে দেখান। তখন উপস্থিত জনতা দুই হাত উঁচু করে সম্মতি জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পানি সম্পদ উপমন্ত্রী ইনামুল হক শামীম, সভাপতিমন্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য শাহজাহান খান, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী, ফরিদপুর -৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।
Leave a Reply