মনির মোল্যা, সালথা : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার গট্টি ইউনিয়ের জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, সিঙ্গাপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী, কুয়েত প্রবাসী সমাজ সেবক ইব্রাহিম হোসেন মৃধা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ তালুকদার, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদার প্রমুখ।
উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন সাহিন বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে। প্রতিটি অভিভাবকদের সন্তানের প্রতি যতœবান হতে হবে। আপনার সন্তান কখন কোথায় যায় খেয়াল রাখতে হবে। সুধু লেখা-পড়া শেখালে হবে না, সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই, আপনাদের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে চাই। ইউএনওর দরজা সবসময় আপনাদের জন্য খোলা। যে কোন প্রয়োজনে আমার অফিসে গিয়ে সেবা নিবেন। এজন্য কোন মাদ্ধম প্রয়োজন নেই। সেবা নেয়া আপনাদের অধিকার।
Leave a Reply