স্টাফ রিপোর্টার :
মহামারী করোনা প্রতিরোধে ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাক্স ও লেবু বিতরণ করা হয়েছে। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাইয়ের নেতৃত্বে রবিবার সকালে কানাইপুর বাজারে মাস্ক বিতরণের সময় কানাইপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন শাহ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লিয়াকত শেখ, সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান, কবির মোল্লা খোকন মৃধা, উত্তম দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
তারা নিজস্ব অর্থায়নে দুই শতাধিক মানুষের মধ্যে মাস্ক ও লেবু বিতরণ করেন। এ সময় ছাত্রলীগের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মহামারী করনার সময় প্রতিদিনই বাজারের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান তারা।
Leave a Reply