1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
অস্ত্রসহ স্বামী আটক, মাদক ব্যাবসা স্ত্রীর! (ভিডিওসহ) - আজকের ফরিদপুর
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

অস্ত্রসহ স্বামী আটক, মাদক ব্যাবসা স্ত্রীর! (ভিডিওসহ)

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫৭৭ জন পঠিত

প্রেস ব্রিফিং :
ডিবি পুলিশের অভিযানে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক এবং মাদক বিক্রির নগদ ১,৩০,০০০/- টাকা সহ ০২ জন আটক করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে কয়েক ধরনের দেশীয় অস্ত্র।


ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা) এর দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ১১/০৩/২০২২ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২.১৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন মামুদপুর সাকিনস্থ ধৃত আসামী মােঃ গােলাম মােস্তফা এর বসত ঘরে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ গোলাম মোস্তফা (৪৬) পিতা- মোঃ হারুন অর রশিদ মিয়া, সাং-মামুদপুর, থানাঃ কোতয়ালী, জেলা-ফরিদপুরকে একটি কাঠের বাটযুক্ত সয়ংক্রিয় পিস্তল, যার ম্যাগাজিনের ভিতর ০৪ (চার) রাউন্ড ৭.৬৫ কার্তুজ ভরা, একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান, ০২ টি স্টীলের ছুরি, একটি লোহার তৈরি রামদা, দুইটি তলোয়ার, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ছোরা, ০৮ (আট) বোতল ফেন্সিডিল, ও মাদক বিক্রিত নগদ ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা, এবং একটি ভিভো মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়।


ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র ও মাদকের বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। ধৃত আসামীকে মাদক ও মাদকের উৎসের ব্যাপারে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায় যে, উক্ত মাদক সে, তার স্ত্রী ধৃত ২নং আসামী মোসাঃ শ্যামলী রোকসানা (৪২), স্বামী- মো. গোলাম মোস্তফা, সাং-মামুদপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এবং ৩নং পলাতক আসামী মোঃ রিপন মিয়া (২৯), পিতা-মৃত আতাউর রহমান ওরফে আদেল বেপারী, সাং-মামুদপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরেরা মিলে দীর্ঘদিন মাদক তথা ফেনসিডিল বিক্রয় করে আসছে।
ধৃত আসামীদ্বয়ের দেয়া তথ্য মতে একই তারিখ ১৩.১০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন মামুদপুর সাকিনস্থ পলাতক আসামী রিপন মিয়া এর নির্মানাধীন একতলা বিল্ডিংয়ে অভিযান পরিচালনাকালে পলাতক আসামী রিপন মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে তার বাড়ী হতে পালিয়ে যায়। পলাতক আসামীর বসত ঘর তল্লাশী করে তার তোষকের নিচ থেকে মাদক বিক্রিত নগদ ৬০,০০০/টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামীদ্বয়সহ পলাতক আসামীর বিরুদ্ধে এসআই/মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি দি আমর্স এ্যাক্ট ১৮৭৮ (সংশােধনী/২০০২) এর ১৯অ/১৯(ব)/১৯(ভ) ধারায় এবং অপরটি ২০১৮; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪(খ)/৪০ ধারায় এজাহার দায়ের করেন।
প্রকাশ থাকে যে, সিডিএমএস পর্যালোচনা করে পলাতক আসামী রিপন এর বিরুদ্ধে ১। (১১এইচকেএস) ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-২০, তারিখ- ০৬ মার্চ, ২০১৯;ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৬৪-ক৩৭৯/৪২৭/৫১১/৫০৬ (২) পেনাল কোড-১৮৬০; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION