স্টাফ রিপোর্টার : দেশব্যাপি বিএনপির ডাকা সপ্তম পর্যায়ের ৪৮ ঘন্টার অবরোধ শুরু হওয়ার কথা রবিবার সকাল ৬টা থেকে। এ অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপির ও অঙ্গ দলের নেতাকর্মীরা। গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মুজিব সড়ক দিয়ে এগিয়ে প্রায় অর্ধ কিলোমিটার পথ অতিক্রম করে জোবাইদা করিম ফিলিং সামনে গিয়ে শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অতি দ্রæততার সাথে বিএনপির নেতাকর্মীরা তাদের কর্মসূচি শেষ করেন।
ওই সময় সড়ক দিয়ে নানা ধরনের যানবাহন চলাচল করলেও সেগুলি চলাচলে কোন ব্যাঘাত ঘটেনি। মিশাল মিছিল চলাকালে সড়কের ওই অংশে পুলিশের গাড়ি কিংবা কোন পুলিশ সদস্যকে দেখা যায়নি। এ মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন। এ সময় অন্যদের মধ্যে জেলা সেচ্ছাসেবকদলে আহবায়ক মোজাম্মেল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply