স্টাফ রিপোর্টার : অবরোধের সমর্থনে ফরিদপুর মহানগর কৃষক দল মিছিল করেছে। বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর কোট এলাকায় স্বাধীনতা চত্ত্বরে এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটি ফরিদপুর কোট এলাকায় স্বাধীনতা চত্ত¡র থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের অফিসের গেট হয়ে আবার স্বাধীনতা চত্ত¡রে এসে শেষ হয়। ওই সময় আদালতের গেটের সামনে কয়েকজন পুলিশ ছিল। মিছিল হওয়া দেখে তারা অন্য পুলশেদের খবর দেন। পরে পুলিশের গাড়ি ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসার আগেই বিক্ষোভ কারীরা স্বাধীনতা চত্ত¡রে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করে।
এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি মুহা. মামুন অর রশিদ। সংক্ষিপ্ত বক্তব্যে মুহা. মামুন অর রশিদ বলেন, সরকার হটানোর একদফার আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। তিনি ঘোষিত নির্বাচনী তপসিল বাতিল করে অবিলম্বে তদারকি সরকারের অধীনে নির্বাচন আহ্বানের দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম ও শেখ হারুন, যুগ্ন সম্পাদক মতিয়ার হোসেন, সহ সম্পাদক খান, দফতর সম্পাদক আবু সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক রানা ইসলাম প্রমুখ।
Leave a Reply