1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
হরতালের প্রতিবাদে শক্ত অবস্থানে ফরিদপুর আওয়ামী মৎসজীবীলীগ : সহ¯্রাধীক নেতা কর্মিদের মোটর সাইকেল শোডাউন - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

হরতালের প্রতিবাদে শক্ত অবস্থানে ফরিদপুর আওয়ামী মৎসজীবীলীগ : সহ¯্রাধীক নেতা কর্মিদের মোটর সাইকেল শোডাউন

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ জন পঠিত
হরতালের প্রতিবাদে শক্ত অবস্থানে ফরিদপুর আওয়ামী মৎসজীবীলীগ : সহ¯্রাধীক নেতা কর্মিদের মোটর সাইকেল শোডাউন
হরতালের প্রতিবাদে শক্ত অবস্থানে ফরিদপুর আওয়ামী মৎসজীবীলীগ : সহ¯্রাধীক নেতা কর্মিদের মোটর সাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী তিন দিনের অবরোধ ও বিএনপির ডাকা টানা তিন দিনের হরতালের প্রতিবাদে মোটর সাইকেল শোডাউন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে ফরিদপুর আওয়ামী মৎসজীবীলীগ। গতকাল মঙ্গল ও বুধবার বিকেলে জেলা আওয়ামী মৎসজীবীলীগের সভাপতি কাজী আব্দুস সোবাহানের নেতৃত্বে অন্তত সহ¯্রাধীক নেতা কর্মিদের একটি মোটর সাইকেল বহর জেলার সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এসময় বিএনপি জামায়াত চক্রের অগ্নিসংযোগ ও জ্বালাও পোড়াও এর নামে নাশকতা সন্ত্রাসী কর্মকান্ড চালালে তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সাধারন জনগনের সর্বদা পাশে থাকার প্রতিশ্রæতি দেন তারা।

এ ছাড়াও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোটর সাইকেল বহর থেকে বিএনপি জামাতকে হুশিয়ারী দিয়ে তাদের আহুত এ কর্মসূচির বিরুদ্ধে নানা রকম ¯েøাগান প্রদান করা হয়। একই সাথে সরকারের উন্নয়নমুলক বিভিন্ন কর্মকান্ডের চিত্র লিফলেট আকারে তুলে ধরে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট কামনা করেন। এদিকে মানুষের জানমালের নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি ফরিদপুর আওয়ামী মৎসজীবীলীগ সর্বদা মাঠে থাকার কথা জানিয়ে জেলা মৎসজীবীলীগ সভাপতি কাজী আব্দুস সোবাহান বলেন এখানে কোন হরতাল বা অবরোধের মতো ঘটনা এখন পর্যন্ত ঘটে নি, সবকিছুই স্বাভাবিক অবস্থায় আছে।

তিনি বলেন সরকারের উন্নয়ন যাত্রাকে ব্যহত করতে বিএনপি জামাত পরিকল্পিত ভাবে এ হরতাল ডেকেছে। তবে দেশের এ অস্থিতিশীল পরিবেশ রুখে দিতে আওয়ামীলীগের পাশাপাশি শক্ত অবস্থানে রয়েছে ফরিদপুর আওয়ামী মৎসজীবীলীগ। এ সময় তিনি বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার কথা উল্লেখ করে বলেন আপনার নির্বাচনে আসেন, বাংলার মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় যাবেন। তার আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জ্বালাও পোড়াও করলে তা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে বলে হুশিয়ারী দেন জেলা আওয়ামী মৎসজীবীলীগের সভাপতি কাজী আব্দুস সোবাহান।

প্রসঙ্গত গত ২৮ শে অক্টোবর ঢাকার সমাবেশকে কেন্দ্র করে দেশ ব্যাপি টানা তিন দিনের হরতালের ডাক দেয় বিএনপি। যদিও এ হরতালকে কেন্দ্র করে ফরিদপুর জেলায় আন্ত:জেলা পরিবহন গুলি বন্ধ থাকলেও লোকল বাসগুলি নিবিঘেœ চলাচল করেছে। ট্রেনগুলি যথারীতি চলছে। চলছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট থেকে ঢাকার দোহারগামী লঞ্চ ও স্প্রিড বোর্ট। এদিকে ফরিদপুর সড়কের গুরুত্বপূর্ণ মোড় ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় ও ঢাকা-বরিশাল মহা সড়কে মুন্সিবাজারের মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিলো। এ ছাড়াও হরতালকে কেন্দ্র করে জেলার কোথাও কোন বড় ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION