ফরিদপুর প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা পদক প্রাপ্ত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ আছমত আলী খানকে অশালীন মন্তব্য, মিথ্যা তথ্য ও কটুক্তি করার প্রতিবাদ জানিয়েছে ফরিদপুরের মুক্তিযোদ্ধারা।
বুধবার বেলা ১২টায় ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কার্যালয়ে প্রতিবাদ সভার মাধ্যমে কটুক্তিকারী শাহাবুদ্দিন মোল্লা শাস্তি দাবী করেন।

এসময় সাবেক জেলা কমান্ডার মো. আবুল ফয়েজ শাহনেওয়াজ, সাবেক জেলা ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলাম (জামাল) সহ জেলা ও উপজেলা পর্যায়ের মুকিাযোদ্ধারা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা একজন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে নিয়ে শিষ্টাচার বহির্ভুত বক্তব্য দেয়ায় দু:খ প্রকাশ করার পাশাপাশি অভিযুক্তে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। #