স্টাফ রিপোর্টার :
একাত্তর টেলিভিশনের সংবাদকর্মী মো. মনিরুল ইসলাম টিটো ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন গোয়ালচামট রকিবউদ্দিন পৌর মার্কেট কমিটি। এসময় নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপুকেও সংবর্ধনা দেয়া হয়। নিপু পল্লী টিভির জেলা প্রতিনিধি এবং ওপেন আই টোয়েন্টিফোর ডেটকমের সম্পাদক।
মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কমিটির সভাপতি শরীফ ইমরান সিল্টন, সহ-সভাপতি এ.টি.এম জামিল তুহিন, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খোকন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দিলু, দপ্তর সম্পাদক মো. শাহীন আলম ও অডিট সম্পাদক মো. আজাদ রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপুকে সংবর্ধনা দেয়া হচ্ছে
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ করা হয় উপস্থিত সকলের মধ্যে।
এসময় নবনির্বাচিতদের আগামী দিনে সৃষ্টিশীল সাংবাদিকতায় অবদান রাখার প্রত্যয় ব্যাক্ত করেন উপস্থিতরা।
উল্লেখ্য, ওই মার্কেটে নবনির্বাচিত দুই সংবাদকর্মীর কার্যালয়। #
Leave a Reply