স্টাফ রিপোর্টার :
সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে ব্যাতিক্রমী আয়োজন করেছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য কামরুজ্জামান কাফী।
দিনটি উপলক্ষে তিনি ফরিদপুর শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরণ করেন। এসময় কেকও কাটা হয়।
প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেও মাধ্যে বই বিতরণ করেন।
এসময় জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, উপ দপ্তর সম্পাদক সোহেল রেজা বিপ্লব, সদস্য আবু নাঈম, কাউন্সিলর ইদ্রিস খাঁন উপস্থিত ছিলেন।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি খেতাব অর্জন করেছেন উল্লেখ করে কামরুজ্জামান কাফী তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, তাই তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী পড়ার আহ্বান জানান। একই সাথে তিনি বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।
Leave a Reply