স্টাফ রিপোর্টার :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল শিশু, কিশোর ও কিশোরীদের সাথে কয়েক ঘন্টা সময় কাটান।
নগরকান্দার ফুলসূতী আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সময় কাটানোর কালে তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বঙ্গবন্ধুর শিশুকাল সম্পর্কেও ধারণা দেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জীবন গড়ার পরামর্শ দেন তিনি।
এসময় কিশোর কিশোরীরা তার কথায় আপ্লুত হয়ে পড়েন। পরে তারাও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ব্যক্ত করেন স্ব স্ব উপস্থাপনায়। সাবেক এ সাংসদ কিশোর কিশোরীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেন। #
Leave a Reply