মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ৪১ নং মালীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উদ্বোধন শেষে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহন করে। পরে বিকেলে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সার্বিক তত্তাবধানে ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মহসিন রেজা, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষা অফিসার প্রীতিশ বিশ^াস,হাফিজুর রহমান প্রমুখ।
Leave a Reply