শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে দিনদিন ছ্যাচড়া চুরিসহ মসজিদে চুরির ঘটনা ঘটছে। উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামে অবস্থিত ব্যাসদী স্কুলপাড়া জামে মসজিদের মাইকসেট চুরির সংবাদ পাওয়া গেছে। স্থানীয় ও মসজিদ সুত্রে জানা গেছে ২১ ডিসেম্বর বুধবার রাতে ঈশার নামাজের পর সাড়ে ৯টার মধ্যে চোর মাইক সেট চুরি করে নিয়ে যায় । যার বাজার মুল্য প্রায় ১৫ হাজার টাকা। ব্যাসদী স্কুলপাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ মোঃ বাবলু শেখ জানান ঈশার নামাজ আদায় করে আমি চলে আসি। রাত সাড়ে ৯টায় মসজিদে এসে দেখি মাইক সেট নাই। চুরি বিষয়টি মসজিদ কর্তৃপক্ষকে জানাই। মসজিদের নিয়মিত মুসুল্লী আসালত শেখ জানান ঈশার নামাজ আদায়ের পর আমিসহ ৪/৫জন রাত ৮টা পর্যন্ত মসজিদে অবস্থান করি। ফজরের আজান দিতে এসে মাইক সেট পাই না। ঈমাম সাহেবের কাছ থেকে জানতে পারি আমরা মসজিদ ত্যাগ করার পরেই মাইক সেট চুরি হয়েছে। সম্প্রতি ব্যাসদী গোরস্থানের চাপকলটিও চোরেরা চুরি করে নিয়ে যায়।
Leave a Reply