মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ‘‘হাইলাইট ফাউন্ডেশন’’-এর উদ্যোগে আর্সেনিক ঝুকি নিরসন প্রকল্পের আওতায় আর্সেনিক প্রবন এলাকাগুলোর টিউবওয়েলে পানির দুষণ নির্নয়ে পর্যায়ক্রমে দিন ব্যাপী পর্যবেক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় ভাঙ্গা উপজেলাসহ মাদারীপুর সদরের পিয়ারপুর এবং শিবচরের প্রত্যন্ত গ্রামগুলোতে কার্যক্রম চালানো হয়। এতে ওই এলাকার সংশ্লিষ্ট কর্মী,কর্মকতা,কর্মচারীরা প্রত্যন্ত অঞ্চলের ইতপূর্বে চালানো আর্সেনিক পরীক্ষা করা টিউবওয়েলগুলো মনিটরিং করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কার্যক্রমে ৫টি জেলার ২৯টি উপজেলার ৩১৩টি ইউনিয়নে ১ হাজারা ৮,শ ৯৬ জন মাঠকর্মীর মাধ্যমে ৫ লক্ষ ৮২ হাজার ৫,শ টি টিউবওয়েলে আর্সেনিক মাত্রা পরীক্ষা করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের নির্দেশনায় পরীক্ষা কার্যক্রমে সহায়তা করেন উপ-সহকারী প্রকৌশলী সোহাগ মিয়া, উপ-সহকারী প্রকৌশলী শামিমা নাসরিন। পর্যবেক্ষণ কাজে অংশ নেন পদস্থ কর্মকর্তা তন্ময় সরকার অঞ্চল,জাকারিয়া হোসেন,মহাসিন ইসলাম,সুভাষ চন্দ্র শীল,মুকতেষ হালদার,সুরুজ মোহাম্মদ প্রমুখ।
Leave a Reply