এসএম রুবেল, বোয়ালমারী ব্যুরো :
ফরিদপুরের বোয়ালমারীতে রেহেনা বেগম (৪২) নামে এক গৃহবধূ বজ্রপাতে মৃত্যু হয়েছে। বুধবার (০১.০৬.২২) বিকেলে উপজেলার ঘোষপুর ইউনিয়নের আলগাপাড়া গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, ওই গৃহবধু স্থানীয় মাঠে বিকেলে নিজেদের গরু আনতে গেলে এ বজ্রপাত ঘটনার শিকার হয়। পরে সেখান থেকে ওই গৃহবধূকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ ইমরান হোসেন নবাব বলেন, বজ্রপাতে নিহত গৃহবধু দুই সন্তানের জননী আলগাপাড়া গ্রামের আলমগীর শেখের স্ত্রী।