স্টাফ রিপোার্টার : ফরিদপুরের মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্মৃতিবহ ১৯৭১ আমরা শহীদ পরিবার, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি ফরিদপুরের ২য় প্রকাশনা মুক্তির পথে যাত্রা বইটি তুলে দেওয়া হলো বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ খন্দকার এ.এইচ সায়াদকে। গতকাল শহরের নিলটুলীস্থ আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে তার চেম্বারে প্রকাশনাটি তুলে দেন বিশিষ্ট সাংবাদিক ও কবি বিজয় পোদ্দার। এ সময় এই প্রকাশনাকে স্বাগত জানিয়ে ডাঃ সায়াদ বলেন, নতুন প্রজন্মের ইতিহাস চর্চায় এই প্রকাশনাটি ফলপ্রসু কাজ করবে।