1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফুল আর ভালোবাসায় সিক্ত হয়ে বদলীজনিত বিদায় নিলেন ইউএনও লিটন ঢালী - আজকের ফরিদপুর
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফুল আর ভালোবাসায় সিক্ত হয়ে বদলীজনিত বিদায় নিলেন ইউএনও লিটন ঢালী

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ জন পঠিত
ফুল আর ভালোবাসায় সিক্ত হয়ে বদলীজনিত বিদায় নিলেন ইউএনও লিটন ঢালী
ফুল আর ভালোবাসায় সিক্ত হয়ে বদলীজনিত বিদায় নিলেন ইউএনও লিটন ঢালী

সবুজ দাস, ফরিদপুর : নিজ কর্মগুনে সর্বস্তরের মানুষের ফুল আর ভালোবাসায় সিক্ত হয়ে বদলীজনিত বিদায় নিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী। আজই ছিলো ফরিদপুর সদর উপজেলায় তার শেষ কর্মদিবস। ২০২২ সালের ২০ মার্চ ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব বুঝে নিয়ে কর্মস্থলে যোগদান করার পর থেকেই সততা আর আদর্শ দিয়ে আগলে রেখেছেন উপজেলার প্রতিটি স্তর। একই সাথে নানা শ্রেণি পেশার মানুষের সাথে আন্তরিকভাবে সদাচরণ করার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্রয়স্থয় স্থল হিসেবেও বিবেচিত হয়েছিলেন তিনি।

তার এই উদারতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন, পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়েই পরিচিতি পেয়েছিলেন। তবে গত ৭ ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক আদেশ পত্রে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে লিটন ঢালীর বদলী জনিত সংবাদ পাওয়ার পর থেকেই উপজেলাবাসীর মনে দেখা যায় এক আবেঘন চিত্র। এর পর থেকেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষ বেদনাকাতর মনকে সান্তনা দিয়ে তার আগামী কর্মজীবনের সাফল্য কামনা করে ভালোবাসা আর আন্তরিকতার সাথে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো শুরু করেন।

এক প্রশ্নের জবাবে ইউএনও লিটন ঢালী বলেন, আমি যেমন একজন বাংলাদেশের নাগরিক, ঠিক তেমনি ফরিদপুর সদর উপজেলাবাসী যারা আমার কাছে সেবা নিতে এসেছেন তারাও এ দেশের নাগরিক। আমি যখন আমার গ্রামে যাবো, সেখানে আমি একজন সেবা গ্রহিতা। আমার কাছে যারাই সেবা নিতে এসেছেন, আমি তার যায়গায় নিজেকে বিবেচিত করে চেষ্টা করেছি সমস্যা সমাধানের। তিনি বলেন যদিও মানুষের অনেক আশা পুরন করতে না পারলেও আইনের মধ্য থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি মাত্র। আর আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারি হতে পেরেই মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি।

জানা যায়, বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের নির্মল ঢালী এবং কানন বালার ঘর আলোকিত করে ১৯৮৯ সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন লিটন ঢালী। ২০০৫ সালে আমতলীর এইচ বি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ সালে আমতলী সরকারি কলেজ হতে এইচএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে বিবিএ ডিগ্রি সম্পন্ন করে ৩৪ তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০১৬ সালের পহেলা জুন প্রশাসন ক্যাডার হিসেবে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তার পর এই প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফরিদপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION