স্টাফ রিপোর্টার :
আগামী ১৭ ই অক্টোবর আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে যদি কেউ কোন অপ্রিতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুর রহমান। তিনি আজ ৩ অক্টোবর ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) এর নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় এ ঘোষনা দেন। তিনি বলেন ইতিমধ্যে এ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে একটি মহল। তবে সব ষড়যন্ত্র কে উপেক্ষা করে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো: ফারুখ হোসেন কে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনা মো: ফারুখ হোসেন কে দলীয় মনোনয়ন দিয়েছেন। আপনারা দলকে শক্তিশালি করার লক্ষে ফারুখ হোসেনকে বিজয়ী করেন। আমরা কথা দিচ্ছি ফারুখ হোসেন বিজয়ী হলে জেলার উন্নয়নের ধারা আরো একধাপ এগিয়ে যাবে। একই সাথে দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করেন তিনি।
ফরিদপুর সদর উপজেলার ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ড. যশোদাজীবন দেবনাথ (সিআইপি), হা-মীম গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, আওয়ামীলীগ মনোনিত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: ফারুখ হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী খায়ের মিয়া, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, ও আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও মেম্বারগন। এর আগে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিনে ড. যশোদা জীবন দেবনাথের বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করেন আগত অতিথিবৃন্দ। উল্লেখ্য ফরিদপুর জেলায় বিখ্যাত যে কয়েকটি পুজা হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে পরিচিতি পাওয়া সিআইপি যশোদা জীবন দেবনাথের বাড়িতে ২ শত ১ খন্ডে ৩ শত ১ টি প্রতিমা নিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা দলে দলে অংশগ্রহন করছেন।
Leave a Reply