স্টাফ রিপোর্টার : নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধানধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের ঐতিহ্যবাহী অ্যাড্ভেন্টিস্ট মিশন স্কুল (এআইএমএস) হলরুমে স্কুলের অধ্যক্ষ সুবাস বিশ^াস এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা খ্রিষ্ট্রান এ্যসোসিয়েশনের সভাপতি প্রশান্ত রায়।
ফরিদপুর অ্যাডভেন্টিস্ট মিশন স্কুলে বড় দিন পালিত
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা খ্রিষ্ট্রান এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক উজ্জল রায়। অনুষ্ঠানটি পবিত্র বাইবেল পাঠ করার মধ্য দিয়ে শুরু করেন স্কুলের অধ্যক্ষসুবাস বিশ^াস। এ সময় যিশু খ্রিষ্ঠের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন যিশুখ্রিষ্ট বিশ^ মানবের মুক্তি ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এ সময় সকলে যিশু খ্রিষ্ঠকে স্মরন করে আজকের এই দিনে সকল মানবের মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল মালাঙ্গা।
ফরিদপুর অ্যাডভেন্টিস্ট মিশন স্কুলে বড় দিন পালিত
এ সময় বড়দিন উপলক্ষে যৌথ সংঙ্গিত পরিবেশনে নেতৃত্ব দেন স্কুলের সহকারি শিক্ষিকা তৃষ্ণা ম্যাডাম। এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে অ্যাডভেন্টিস্ট মিশন স্কুল (এআইএমএস) হলরুমে কেক কেটে বড়দিনের উৎসব পালন করা হয়। এ সময়স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং আইন শৃঙ্খলা বাহীনির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর অ্যাডভেন্টিস্ট মিশন স্কুলে বড় দিন পালিত
Leave a Reply