স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ শাওন মৃধা (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা শহরের আলীপুরের পাকিস্তান পাড়া নামক এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শাওন রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার হান্নান মৃধার ছেলে।
এসময় আটককৃত ওই ব্যক্তির কাছে থেকে ৩৯৪০ পিচ ইয়াবা, ১৬টি এলইডি বৈদ্যুতিক বাল্ব ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply