স্টাফ রির্পোটার :
বাণিজ্য মন্ত্রনালয়ের তত্বাবধানে ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল সহকারী পরিচালক মো. সোহেল শেখ মিয়ার নেতৃত্বে ফরিদপুরের দুটি প্রতিষ্ঠানে হানা দেয়। এসময় মজুত রাখা সাতশ ১২ লিটার ভোজ্য তেল বোতলের গায়ে ধায্যকৃত মূল্যে স্থানীয় ভোক্তাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ মিয়া জানান, জেলা শহরের মিয়া পাড়া সড়কে ইউনিক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে মজুত ৬৪০ লিটার ভোজ্য তেল বোতলের গায়ে ধার্যকৃত মূল্যে স্থানীয় ভোক্তাদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হয়। ওই পওতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা ছাড়াও প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।
এছাড়া খাবাসপুর বটতলা এলাকার আল আমীন ভ্যারাইটিস স্টোর নামের আরেকটি প্রতিষ্ঠানকে মজুত রাখা ৭২ লিটার তাৎক্ষনিক ধায্যকৃত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয় এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়।
অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খাঁন ও জেলা পুলিশের একটি উপস্থিত থেকে সহযোগীতা করেন। #
Leave a Reply