স্টাফ রিপোর্টার : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে পালন করা হয়েছে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২। দিবসটি উদযাপন উপলক্ষে ৫ নভেম্বর শনিবার সকাল ৯.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হলে এসে শেষ হয়। জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাসলিমা আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আঞ্চলিক সমবায় শিক্ষায়তনের অধ্যাক্ষ (উপ নিবন্ধক) খোন্দকার হুমায়ুন কবির ও ফরিদপুর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ওমর আলী খান।
সমবায়ীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সৌখিন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইউনুস সিকদার, ডোমরাকান্দি মানব উন্নয়ন মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ মিজানুর রহমান, চকবাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুজিবুর রহমান মুজিব, ইভা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির সভাপতি অরুপ চক্রবর্তী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি জেলা সমবায় কর্মকর্তা আলম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ নাজিমউদ্দীন লেনিন ও একতা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পরিচালক আব্দুর রহমান লাল্টু।
Leave a Reply