1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুরে এক নারীসহ ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে এক নারীসহ ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৩৬ জন পঠিত
ফরিদপুরে এক নারীসহ ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ফরিদপুরে এক নারীসহ ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের চারটি আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ফরিদপুর-১ আসনে সাত জন, ফরিদপুর-২ আসনে চার জন, ফরিদপুর-৩ আসনে আট জন এবং ফরিদপুর-৪ আসনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফরিদপুরের জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান, আর বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আরিফুর রহমান দোলন ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির আকতারুজ্জামান খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেএম নুরুল ইসলাম শিকদার, জাকের পার্টির আব্দুর রউফ মোল্যা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী মনোনয়ন পত্র জমা দেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া ও ডক্টর আসমা শহীদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক মনোনয় পত্র জমা দেন, অপরদিকে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একে আজাদ এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনএম থেকে গোলাম রাব্বানী খান মুন, জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি এসএম ইয়াহিয়া, বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হােসেন আরিফ ও আব্দুল আওয়াল মিয়া, বাংলাদেশ সুপ্রিম পাটির দেলোয়ার হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ’র অন্যতম প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ, আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং স্বতন্ত্র আলমগীর কবির মনোনয়ন দাখিল করেছেন। জাতীয় পার্টির হাজী আনোয়ার হোসেন ও জাকের পার্টির রবিউল ইসলাম, তরিকত ফেডারেশনের মাকসুদ আহমেদ গোলাম মাওলা, মো. আনোয়ার হোসেন ও নাজমুন নাহার মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সারাদিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়ন পত্র জমা দেন। এদের অনেনেকে মিছিল সহকারে, কেউ বা প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION