স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ মো. আব্দুর রহমান বলেছেন পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই। সংবিধানে নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে, সে অনুযায়ীই নির্ভাচন অনুষ্ঠিত হবে। গত রোববার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার রামদিয়া “সান ভ্যালী পার্ক” নামে শিশুদের বিনোদন কেন্দ্র উদ্বোধনকালে এ সব কথা বলেন আব্দুর রহমান। তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশনের অধিনে যে কতোগুলো নির্বাচন হয়েছে তা সুষ্ঠু হয়েছে, আগামীতেও এই কমিশনের অধিনেই নির্ভাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, পৃথিবীর কেনো দেশে তত্বাবধায়ক সরকারের ফর্মুলা নেই। সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে আওয়ামীলীগের সকল নেতা কর্মীকে ঐক্য ভাবে কাজ করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র সকলের মাঝে তুলে ধরার আহবান সাবেক এ সংসদ। পরে ফিতা কেটে “সান ভ্যালী পার্ক” নামে শিশুদের একটি বিনোদন কেন্দ্র উদ্বোধন করেন।
পার্কটি মধূখালী উপজেলার পাশাপাশি অন্যান্য জেলা-উপজেলার মানুষের জন্যেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি অভিহিত করেন। একই সাথে এমন একটি উদ্যোগ গ্রহন করায় পার্ক কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান তিনি। এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষ জানায়, ওই বিনোদন কেন্দ্রে শিশুদের বিনোদন দেয়ার জন্যে বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে। এ ছাড়াও শিশুদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রীসহ মনোরম পরিবেশে একটু সময় কাটানোর জন্য নানা ধরনের আয়োজনও রয়েছে পার্কটিতে।
Leave a Reply