মানিক কুমার দাস :
ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ১০ ডিসেম্বর সকাল দশটায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গত ১০ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।
এরপর ডিসেম্বর মাসের শেষ দিকে গেজেট প্রকাশ হয় এবং জানুয়ারী মাসের ০৫ তারিখে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঢাকায় অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র পদে অমিতাভ বোস ১০ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সাথে নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দও দায়িত্ব বুঝে নেবেন। এসময় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মেয়র অমিতাভ বোস ২৩ তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সাথে এই প্রথমবারের মতো ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পৌরসভার দায়িত্ব পালন করবেন।
Leave a Reply