1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ধ্বসে যাচ্ছে বাড়ী-ঘর…

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ১২৪৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার:
ফরিদপুর শহরের ভাটিলক্ষিপুর কুমার নদের পাড়ের বিরাট এলাকা নিয়ে ধ্বস দেখা দিয়েছে। এতে বেশ কয়েকটি বসতবাড়ী ও পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাধের উপর পাকা সড়কের অন্তত তিনশ মিটার অংশ ধ্বসে গেছে। রবিবার ধ্বসে যায় সাতটি বসতবাড়ী এবং কয়েকদিন আগে ধ্বসে গেছে সড়ক। এর ফলে ধ্বসে যাওয়া বসতবাড়ীর আশে-পাশে নিবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে লক্ষিপুর চুনাঘাটা সড়কে সাড়ে তিনশ মিটার অংশ ধ্বসে পড়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।



 

ধ্বসে পড়া বাড়ীর মালিকরা হলো, ভাটিলক্ষিপুর এলাকার কুমার নদের পাড়ের মীর আলমাস, রহিম শেখ, মুনসুরখান, ফিরোজ কবিরাজ, করিম মোল্লা, রুনা বেগম, মোহাম্মদ আলী, জাকির হোসন, শেখ করিম। ক্ষতিগ্রস্থরা( মীর আসমাস, রুনা বেগম, রহিম শেখ) জানান, অপরিকল্পিত ভাবে নদী খনন ও খনন কৃত মাটি পাড়ে না ফেলে বিক্রি করে দেওয়াই এই নদী ভাংঙ্গন দেখা দিয়েছে। তাদের দাবি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থানীয়দের জান-মাল রক্ষায় সংশ্লিষ্ট দপ্তর পদক্ষেপ নিবে।

এ বিষয় ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বসতবাড়ী ধ্বসের খবর পেয়ে সরেজমিন পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। এদিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রেজা জানান, সরকারি ভাবে আমরা ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি এবং ঝুকিপূর্ন বাড়ীগুলো বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION