1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

দাবী না মানলে বৃহত্তর কর্মসূচী – ফরিদপুরে মির্জা আব্বাস (ভিডিওসহ)

  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১০৬৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি ও বিদেশে নিয়ে নিয়ে সুচিকিৎসার সুযোগ না দেয়া হলে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে। তবে সেই কর্মসূচী কি হবে তা বলেননি তিনি। মঙ্গলবার বিকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি ও বিদেশে নিয়ে নিয়ে সুচিকিৎসার দাবীতে বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন মির্জা আব্বাস।


মির্জা আব্বাস বলেন, তিনবারের প্রধানমন্ত্রীর সাথে আরেক প্রধানমন্ত্রীর এমন অচরণ মেনে নেয়া যায় না। আমরা আশা করেছিলাম তিনি সুবিচার পাবেন সেটা করা হচ্ছে না। তবে এমন করা হলে সামনে কঠিন আন্দোলন করে আমাদের নেত্রীকে মুক্ত করে নিয়ে আসবো।


বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য সাবেক মন্ত্রী জয়নাল আবেদিন ফারুক।

এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর থেকেই দলের শত শত নেতাকর্মী মিছিলসহ সমাবেশ স্থলে এসে জড়োহয়।

 

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মিরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদেও ছত্রভঙ্গ করে দেয়। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION