বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী আছিরন বেগম (৩০) নামের একজন নারীর মৃত্যু হয়েছে। মানসিক প্রতিবন্ধী নারী বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের নাজিম উদ্দীন শেখের মেয়ে এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাকদী গ্রামের টুটুল মৃধার স্ত্রী। বুধবার সকাল সাড়ে আটটায় গোপালগঞ্জের গোবরা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের চলন্ত ট্রেনে পৌরসভার আমগ্রামের ৪ নং ওয়ার্ডের খলিল মীরের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা যায়, ওই নারী গত একবছর আগে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। আছিরনের বাবা তার চিকিৎসার জন্য নিজ বাড়িতে নিয়ে আসেন। বুধবার সকালে তার বাবার বাড়ি থেকে ছেলে আরিয়ানকে নিয়ে বের হয়ে ট্রেনে কাটা পড়ে ওই মানসিক প্রতিবন্ধী নারী ঘটনা স্থলে মারা যান। এসময় তার কলে আরিয়ান নামে দুই বছরের বাচ্চা গুরুত্বর আহত হন। গুরুত্বর আহত শিশুটির এক পায়ের পাতা কাটা পড়ে এবং মাথা ফেটে যায়। আশংঙ্কা জনক অবস্থায় শিশুটিকে স্থানীয় হসপিটালে নিলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মো. আব্দুস সত্তার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ট্রেনে কাটা একজন নারীর লাশ এবং গুরুত্বর আহত অবস্তায় তার দুই বছরের ছেলেকে জীবিত উদ্ধার করে হসপিটালে প্রেরণ করা হয়। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত আছিরন বেগমের বাবা, এবং স্বামীর এ মৃত্যুতে কোন অভিযোগ না থাকায় ওই মহিলা মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাঁর লাশটি আইনি প্রকৃয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply