আঃ ওহাব মোল্যা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য অধিদপ্তর নিজস্ব কার্যালয়ে শনিবার সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ খ্রি. পালনের প্রথম দিনে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সংবাদ সম্মেলনের সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান। সংবাদ সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরেফিন।
সংবাদ সম্মেলনে স্থানীয সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান শিমুল, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি আঃ ওহাব মোল্যা ,দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোঃ লিয়াকত হোসেন লাভলু, এসএ টিভি প্রতিনিধি মোঃ সাইফুল ইসলা উজ্জল ও দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন প্রমূখ।
সংবাদ সম্মেলনে মৎস্য অধিদপ্তরের অর্জন, সাফল্য ও বিভিন্ন সমস্যগুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সাথে উপজেলায় মাছের ঘাটতি পুরনের জন্য আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার উপর গুরুত্ব প্রদান ও মাছ চাষে বিভিন্ন কলা কৌশল নিয়ে সাংবাদিকদের প্রশ্নপর্ব জবাব দেন মৎস্য অফিসার। উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের উপরও সংবাদ সম্মেলনে বিশদ আলোচনা হয়।
Leave a Reply