স্টাফ রিপোর্টার :
ঘুর্ণিঝড় ইয়াস চলাকালে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার ছয় গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের দ্বারে দ্বারে ঘুরে খাদ্য সহায়তা দিয়েছে নবগঠিত ফরিদপুর জেলা যুবলীগ সদস্যরা।
রোববার দুপুরে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাতের নেতৃত্বে যুবলীগ নেতা কর্মীরা ক্ষতিগ্রস্তদের বাড়ী বাড়ী ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগী তুলে দেন।
এসময় যুবলীগ নেতা খান মো. শাহ সুলতান ইতমাম হোসেন চৌধুরী, এম এইচ রানা, মাহফুজ আহমেদ হিমেল, জুয়েল খাঁন, রানা খাঁন, রাকিব ইসলাম, শাহরিয়ার সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত বলেন, নব গঠিত যুবলীগ মানবিক হওয়ার হবে এমন চিন্তাকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আমরা সব সময়ই মানুষের পাশে থাকতে চাই। এসময় তিনি সামথ্যবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার ছয়টি গ্রামের উপরদিয়ে টর্ণেডো বয়ে যায়। এসময় এক মিনিটের ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও কয়েক হাজার গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। #
Leave a Reply