স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালী সাব রেজিস্ট্রি অফিসে বিএস রেকর্ডে থাকা বাড়ি শ্রেনী জমি কেনাল দেখিয়ে নিবন্ধন করা হয়েছে,এতে করে সরকারের ১লক্ষ ৯০ হাজার ৭ শত চল্লিশ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। বিগত ২৬/৮/২০২১ইং তারিখে উপজেলার ৬৬ নং গোন্দারদিয়া মৌজার বিএস ৯২২ নং খতিয়ানের বিএস ৩৬৪ ও ৬৪৮ দাগের ২৮ শতাংশ জমি রেজিস্ট্রি হয়যার দলিল নং ২৭২৮। জমিদাতা ১২ জন তারা হলেন, অসোক কুমার পোদ্দার, অপূর্ব কুমার পোদ্দার, অরুন কুমার পোদ্দার, নিশিথ কুমার পোদ্দার, শিশির কুমার পোদ্দার, উত্তম কুমার পোদ্দার, বিধান কুমার পোদ্দার,বিপুল কুমার পোদ্দার, প্রলয় পোদ্দার, সুমন পোদ্দার, সূবর্না পোদ্দার কৃষ্ণ পোদ্দার , জমি গ্রহিতা দুই জন তারা হলেন, সাজিদুল ইসলাম।
কাগজপত্র ঘেটে দেখা যায় ঐ দাগ দুটি বিএস রেকের্ডে জমির শ্রেনী হিসেবে বাড়ি রয়েছে এবং খাজনার দাখিলায় ও জমির শ্রেনী বাড়ী লিপিবদ্ধ আছে। কিন্তু জমি সরকারী কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্য জমির শ্রেনী বাড়িনা লেখে নাল দেখানো হয়েছে । এতে করে সরকার ১,৯০,৭৪০ টাকার রাজস্ব কম পেয়েছে। উক্ত মৌজায় জমির সরকারী মূল্যে আছে বাড়ীর ক্ষেত্রে ১ লক্ষ ৭৫ হাজার টাকা আর নাল জমির মুল্যে ৮৭ হাজার টাকা। যদি দলিলে বাড়ী দেখানো হতো তা হলে ২৮ শতাংশ জমির মূল্যে আসে ৪৯ লক্ষ টাকা এতে সরকারের রাজেস্ব আসে ৪,১৬,৫০০ টাকা। জমিনাল দেখিয়ে মুল্যে দেখানো হয়েছে ২৬,৫৬,৬০০ টাকা। এখানে যদি বাড়ী লেখা হত তা হলে সরকারী রাজস্ব আসতো ৪,১৬,৫০০ টাকা কিন্তু নাল লেখার কারনে মূল্যে কমে যাওয়ায় সরকারী রাজেস্ব আসে ২,২৫,৭৬০ টাকা এতে সরকারের রাজেস্ব ফাঁিক দেওয়া হয়েছে ১,৯০৭৪০টাকা।
এ বিষয়ে মধুখালী দলীল লেখক সমিতির সাধারন সম্পাদক শফিখান বলেন, রেকর্ডে জমির শ্রেনী যা থাকবে দলিলে ও তাই লেখতে হবে ,তানা হলে ধরে নিতে হবে এখানে অনিয়ম হয়েছে। উক্ত দলিল লেখক শাহিন বিশ^াস বলেন, জমিদাতা ও গ্রহিতা যে কাগজপত্র দিয়েছে আমরা সেভাবে লিখেছি। এটা ভুল হয়েছে অফিস থেকে আমাকে বলেছে ঐ পাটিকে ডেকে বাকি রাজস্ব আদায় করতে, আমরা আদায় করে দিবো। এ বিষয়ে মধুখালী সাব রেজিষ্টার শারমীন সুলতানা এই প্রতিবেদককে বলেন,বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে। এই দলিলটি আমার মাধ্যমে হয়েছে।এখানে রাজস্ব ফাঁকি হয়েছে। আমরা নোটিশ দিয়ে বাকি টাকা আদায় করে নিবো। জেলা সাব রেজিষ্টার আলী আকবর এই বিষয়ে বলেন, এই ধরনের কিছু হয়ে থাকলে সেটা নিয়ম বহির্ভুত হয়েছে রেকের্ডে যে শ্রেনী আছে দলিলে ও তাই লিখতে হবে। কোন অনিয়ম হলে বিষয়টি খতিয়ে দেখবো।
Leave a Reply