শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তানিয়া তাবাসসুম, মধুখালী থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, হাজী আঃ সালাম মিয়া, এ্যাড,শরিফা ঠাকুর, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মো. ইসহাক হোসেন, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল বাশার, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান প্রমুখ ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়, উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
Leave a Reply