মো. মনিরুল ইসলাম টিটো :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ফরিদপুর জেলার একশত দুই জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) সমিতি। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের আলীপুরে সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী পরিচালক মো. ওলিয়ার রহমান খাঁনের সসভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক ভোলা মাস্টার বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নুর মো. বাবুল, সংস্থার পরিচালক (কার্যক্রম) মো. আকরাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।