মানিক দাস :
শহরের গুহলক্ষ্মীপুরে লক্ষীপুর ফুটবল টুর্নামেন্ট সম্প্রতি আরম্ভ হয়েছিল। কিন্তু মহামারী করনার কারণে মাত্র দুটি ম্যাচ হবার পর তা বন্ধ ঘোষণা করেছে টুর্নামেন্ট প্রতিপক্ষ। একই সাথে টুনামেন্টের পরের ম্যাচ গুলি কবে নাগাদ আরম্ভ হবে তাও তারা জানায় নি। জানা গেছে উক্ত টুর্ণামেন্টে মোট ১৮ দল অংশ নেয়। এর মধ্যে মাত্র দুটি খেলা হবার পরে । প্রচন্ড বৃষ্টির কারণে টুর্নামেন্ট স্বাভাবিক ভাবে বন্ধ থাকে। পরবর্তীতে মাঠে কাদা জমে যাওয়ায়। এবং মাঠ নিচু হওয়ার কারণে তাতে ম্যাচ খেলা অসম্ভব হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায় মহামারী করোনা এবং বৃষ্টির কারণে কারণে তারা ঈদের পরে খেলাগুলো শুরু করবেন।